Description
Extend the Battery Lifetime
প্রশ্ন এবং উত্তরঃ
ব্যাটারী সাধারনত কেন খারাপ হয়?
* বেশ কয়েকটি কারনে ব্যাটারী খারাপ হয়ে থাকে তার মধ্যে অন্যতম দুটি কারন হচ্ছে।
১। ব্যাটারীর ভিতরে থাকা প্লেটে সালফেট জমা।
২। ব্যাটারীর ভিতরে থাকা প্লেট হার্ড হয়ে যাওয়া।
*আমাদের এই কেমিক্যাল ব্যাটারী প্লেটে সালফেট জমানোকে বাধা প্রদান করে এবং ব্যাটারীর প্লেটকে হার্ড হয়ে যাওয়া থেকে বাধা প্রদান করে। যে কারনে ব্যাটারীর প্লেট দীর্ঘস্থায়ী হয় এবং সালফেট জমতে বাধা প্রদানের কারনে সবসময় নতুনের মত শক্তিশালী থাকে। আর এই কারনেই ব্যাটারীর লাইফ-টাইম বেড়ে যায় দ্বিগুন থেকে তিনগুনেরও বেশী।
ব্যাটারী প্লেটে সালফেট জমলে কি হয়?
*ব্যাটারীর প্লেটে সালফেট জমলে ধীরে ধীরে এ্যাম্পিয়ার কমে গিয়ে একসময় ব্যাটারী দুর্বল ও অকেজো হয়ে যায়।
ব্যাটারী প্লেট হার্ড হয়ে গেলে কি হয়?
*ব্যাটারী প্লেট হার্ড হয়ে গেলে চার্জ ও ডিচার্জের সময় প্লেট দ্রুত ক্ষয় হতে থাকে এবং নিচে তলানী জমে একসময় ব্যাটারী সর্ট-সার্কিট বা ওপেন-সার্কিট হয়ে খারাপ হয়ে যায়।
ব্যাবহারের নিয়মঃ
প্রতি প্যাকেটে ৩ টি করে ক্যাপসুল আছে। প্রতি ক্যাপসুলে ৩০ মিঃগ্রাঃ করে কেমিকেল আছে। ৬ ভোল্ট ব্যাটারীর জন্য এক প্যাকেট এবং ১২ ভোল্ট ব্যাটারীর জন্য দুই প্যাকেট প্রয়োজন হবে। ব্যাটারীর প্রতি সেলে ১ টি করে ক্যাপসুল মুখ খুলে ঢেলে দিতে হবে। প্রতি বছর একবার করে ব্যাবহার করতে হবে।
বিঃদ্রঃ ১২ ভোল্টের উপরে ব্যাটারীর জন্য লিটার হিসেবে ক্যানে করে দেওয়া হয়।
Online Shop –
Excellent product, just buy and enjoy.